নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

৩৩ টা ফুল

প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২১
৩৩টা ফুল
ছবি: প্রথম আলো থেকে নেয়া।
বাংলার মেঠো পথে আর গাছে গাছে,
কত না মায়াবী ফুলদল ফুটে আছে।
এ বলে আমাকে দেখ ও বলে আমায়
কেউ সাজে রঙে - কেউ সুবাসে মাতায়।

রাজনীগন্ধা চাঁপা, জুঁই, চামেলি,
বকুল গন্ধরাজ শেফালি বেলি।
কামিনী হাস্নাহেনা কেয়া মাধবী,
কদম, সূর্যমুখী, গাঁদা করবী।

রঙ্গণ দোপাটি রাধা-কৃষ্ণচূড়া,
শিরিষ গোলাপ জবা নয়নতারা।
শিমুল অপরাজিতা, ডালিয়া পলাশ,
চন্দ্রমল্লিকা বাগানবিলাস।

পদ্ম কচুরিফুল আর শাপলা,
ফুলে ফুলে বর্ণালি এই বাংলা।