নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

পণ - কবিতা

প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২১
পণ - কবিতা
তোমাদের বড়দের শহরে আমি এখনো শিশু,
সবকিছু দৃশ্যমান তাই বলার নেই তেমন কিছু। 
তোমাদের মধ্যে দম্ভ আছে, আছে মিথ্যে আমিত্ব। 
নিত্য অসত্য চর্চা করে অর্জন করতে চাও শ্রেষ্ঠত্ব!

জানি না ভবিষ্যৎ কী রেখেছে আমার জন্য তটে,
চাই না আভিজাত্য, শ্রেষ্ঠত্ব, আমি চাই উত্তম হতে। 
যা কিছু অর্জন আছে আমার, আর যা কিছু হবে,
সবকিছুই উজাড় করে দেব, প্রতিষ্ঠা করতে সত্য।

এই পণ থাকুক আজীবন, হয়ে প্রভুর প্রতি সমর্পণ - 
মৃত্যুর ক্ষণেও যেন চেতন, বিচলিত না করে এ মন।