নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

পরীক্ষা ও গজব

প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২১

পরীক্ষা হলো এমন একটি সিড়ি যার মাধ্যমে মানুষ পরিশ্রমের দ্বারা উপরের দিকে ওঠে, উন্নত হয়। ১০ বছর কঠর পরিশ্রমের পর এস. এস. সি. পরীক্ষার মাধ্যমে এইচ. এস. সিতে উন্নীত হয়- তাই এটাকে পরীক্ষা বলে।

আর গজব হলো- সিড়ি ভেঙ্গে নিচে পড়ার মতো। উপরে ওঠার কোনোই সম্ভাবনা থাকে না। কেবল লাঞ্ছনা, অপমান আর কষ্টই করে যেতে হয়।

পরীক্ষা ও গজব

উম্মতে মোহাম্মদীর পরীক্ষার ফল হলো- অর্ধ-পৃথিবীতে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে সত্য, ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠা। অতি অল্প সময়ের মধ্যে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ব্যক্তি চরিত্র, বিজ্ঞান ও প্রযুক্তি, সামরিক শক্তি ইত্যাদি সর্বদিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়া। সুতরাং বোঝায় যাচ্ছে তাদের প্রাথমিক পর্যায়ের কষ্টগুলো পরীক্ষা ছিল।

আর আজকের মুসলিম জাতি বিগত বেশকিছু শতাব্দী থেকে কেবল অত্যাচার, নির্যাতন, অপমান, লাঞ্ছনা সহ্য করে আসছে। নিজেরা নিজেরােই নানা মাজহাব-ফেরকায় বিভক্ত হয়ে মারামারি-কাটাকাটিতে লিপ্ত। ফলাফল- সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হওয়া।  বর্তমানে এই জাতির উপর যা চলছে এটা যদি পরীক্ষা হয় তবে গজব আর কেমন হবে?