নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

এক পাহাড় বুঝ নিয়ে বসে আছি

প্রকাশিত: মার্চ ০৬, ২০২১

এক পাহাড় বুঝ নিয়ে বসে আছি
এক পাহাড় বুঝ নিয়ে বসে আছি অথর্ব এই আমি। করণীয় কিছু নেই। কীভাবে মানুষের জীবন চলে, কীভাবে জীবিকা চলে জানি না। সম্পর্কগুলোও কীভাবে ভেঙ্গে যায়, টিকে থাকে তাও বুঝি না। অনেক গল্প শুনি, অনেক সমস্যার কথা। গুমড়ে কাঁদা মানুষের অনেক কথার সাক্ষী আমি। বিচিত্র সব সমস্যা। কিন্তু কোনো সমাধান আমার হাতে নাই। তারপরও কেন জানি মানুষ আমার কাছে সমস্যার কথা জানায়, যেখানে আমি নিজেও সমস্যায় জর্জরিত। হয়তো মানুষের দুঃখ শোনার মতোও কিছু মানুষের প্রয়োজন হয়। কয়জনই বা অন্যের দুঃখের কথা শুনতে চায়? হয়তো আমি একজন মনোযোগী শ্রোতা।