নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

আমাদের সমাজ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১
বাংলাদেশ সমাজ

মিথ্যায় সয়লাব, আমাদের চারপাশ

সমাজটা আজ যেন ভালোদের কারাবাস।

সুদ ঘুষ দুর্নীতি, সবটাই চলছে

নেতা মুখে ফেনা তুলে নীতিকথা বলছে।

খুন চুরি সব করে সব দলোনেতারাই

সাধু সেজে নেতা বেশে সমাজটা কুরে খায়।


আমি বলি সত্যের মশালটা জ্বালো

কেটে যাক তমশা ছড়াক আলো।


বিপ্লবী কমরেডও অর্থের মোহাবেশে

পুঁজিবাদী রাস্তায় হাঁটছেন অবশেষে।

গাড়ি বাড়ি দরকার তাই ধরে জয়োরথ

আদর্শ ছুড়ে ফেলে ধরেছেন বাঁকা পথ।


ডাক্তার মোক্তার সব যেন মহাজন

বসে আছে খাতা খুলে করে সব আয়োজন।

সেবা খাতে সেবা নেই আছে শুধু স্বার্থ

‘খদ্দের’ গেলে চায় কাড়ি কাড়ি অর্থ।


আমি বলি সমাজটা পাল্টাই চলো

সকলেই বিবেকের দুয়ারটা খোলো।


আইনের রক্ষক সেও আজ ঘুষ খায়

দুর্নীতি পেটনীতি চলে হরহামেশাই।

সীমান্ত পাহারায় সৎ অফিসার চাই

চোরাকাবারিদের যেন জেলে যেতে হয়।

সেখানেও চলে চুরি প্রতিদিন প্রতিক্ষণ

সস্তায় বেচা হয় ন্যায়-নীতি সদগুণ।


আমি বলি দুর্নীতি অনেক তো হলো

এইবার নিজেদের পাল্টাই চলো।


এদেশের টাকা রাখে বিদেশের ব্যাংকে

তবু তারা বসে থাকে বড় বড় র‌্যাংকে।

সরকারি সেবা দিতে বসে আছে আমলা

আচরণে মনে হয় জনগণ কমলা।

যারা নেবে কাঁধে তুলে সমাজের গুরুভার

খুঁজিতেছি কত করে সেই সৎ অফিসার।


আমি বলি জেগে ওঠো সময় যে হলো

সমাজের হাল ধরো সৎ লোকগুলো


ধর্মের নামে চলে রমরমা ব্যবসা

মাওলানাদের মনে অর্থের লিপ্সা।

মাওলানা মুফতিরা ধর্মের বেশ ধরে

সাধারণ মানুষের ঈমানটা চুরি করে

সাধারন জনগন মাঠে নেমে মারা যায়

তারা যায় রিসোর্টে ফুর্তিতে গা ভাসায়।


মুক্তির পথ নিয়ে যারা আছে ভাবনায়

আশাহত লোকগুলো বলে ভাই লাভ নাই।


আমি বলি মন্দের পরে আসে ভালো

রাত কেটে নিশ্চয়ই আসবেই আলো।


বি.দ্র. গান হিসেবে লিখেছি, এখনও সুর দেওয়া হয়নি