নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

একতাই শক্তি একতাই বল

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১
একতাই শক্তি, একতাই বল
বিভেদ করিলে হবে দুঃখ অতল।
একজন নবীজী, একই উম্মত
একজনই স্রষ্টা, একটাই পথ।
কেন হবে বিভাজন, কেন এত দল
একতাই শক্তি, একতাই বল।

জাহেলি সমাজ ছিল মিথ্যা ও ভুলে
নবীজি দিলেন তার আঘাত মূলে।
কবর দিলেন তিনি সকল ভুলের
একজাতি গড়লেন নিয়ে সকলের।

সত্যনিষ্ঠ যারা একপথে চল
একতাই শক্তি, একতাই বল।

আর নয় মাজহাব, ফেরকার ভেদ
রাজনীতি দলাদলি কোনো মতভেদ।
আই সব মুসিলম, সব ছেড়ে আই
আল্লাহর হুকুমের ছায়াতলে যাই।
তাহলেই নিভে যাবে দুঃখ অনল
একতাই শক্তি, একতাই বল।