নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

পাগলের কাঁধে ধর্মের গদা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১
পাগলের কাঁধে ধর্মের গদা,
পাগল নাকি সে-ই একা!
ভাংগলো যারা মন্দির, মূর্তি,
সুস্থ কি তবে তাদের মানসিকতা?

গাগলের কাজে পাগলই নাচে,
শহীদ হয়ে আজীবন বাচেঁ।
মনে মনে মন কলা খায়,
ঈমান দেখিয়ে শর্টকাটে জান্নাতে যায়।

জান্নাত কি রে সে লটারির টিকেট!
আচম্বিতে তুই ভরবি পকেট?
লটারিও তো টিকেটেই মেলে না,
লাখে কোটিতে পায় একজনা।

পাগলের কাজে নাচিলি যবে
আসল পাগল বনিলি তবে
ধর্মের উপর করিলি ভর,
আসলে তোরা খুব ধুরন্ধর।

পাগলের কাঁধে ধর্মের গদা